লক্ষ্মীপুরে আগুনে পুড়ে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর চৌচালা টিনের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হওয়ায় খবর পাওয়া গেছে। ৩ আগস্ট বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহাদাত উল্লাহ মেম্বার বাড়ীতে এ ঘটনা ঘটে। রান্নাঘরে গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুন লাগে বলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা জানান।
সুত্র জানায়, আকস্মিকভাবে আগুন লাগায় দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা বেগমের ঘর পুরোপরি পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন আনলেও বসত ঘরটি সম্পুর্নরুপে ভস্মীভূত হয়ে যায়। এতে বৈদ্যুতিক মিটার, নগদ ৫ লক্ষ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, কাপড় চোপড় ও ঘরে থাকা সকল প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মিদের কাছে দাবী করেন।
এ বিষয়ে মুঠোফোন জানতে চাইলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ ও স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা এ প্রতিবেদককে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমার সহকর্মী লিডার সলিমউল্লাহ’র নেতৃত্বে মোট সাত সদস্য বিশিষ্ট দমকল কর্মি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্মিদের প্রাথমিক হিসেব মতে টিন ও কাঠের তৈরি বসত ঘরের রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে বলে প্রাথমিকভাবে আমরা ধারনা করছি।
দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেহা বেগমের বসতঘর আগুনে লেগে পুরোপরি পুড়ে যাওয়ায় দুঃখপ্রকাশ করেন দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগী সালেহা বেগমের এ বিপদের মূহুর্তে যথাযথ সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।