জেলা পরিষদের ভূমি অবৈধ দখল ও জেলা পরিষদের নামে কুৎসা ছড়ানোর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদ্বীপ চাকমা।
গতকাল রবিবার সকালে জেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদ্বীপ চাকমা।
লিখিত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক জানান, লক্ষ্মীপুর সদর উপজেলাধিন পৌর শহরের ৬৩নং বাঞ্চানগর মৌজার সিএস জরিপের ২৫৮৭ নং খতিয়ানে ৪৩১৮,৪৩১৯ও ৪৩২০ নং দাগের ৬৫ শতক ভূমির মালিক জেলা পরিষদ। যা পরবর্তীতে পেটি জরিপে বৃদ্ধি সহ পিএস ২৬৯৯নং খতিয়নে “৮৪৯০/ঞ” দাগে মোট ৭৬শতক ভূমির দখলিয় মালিক লক্ষ্মীপুর জেলা পরিষদ। উক্ত ভূমি বহু পূর্ব হতেই জেলা পরিষদ ইজারার মাধ্যমে ভোগদখল করে আসছে। সেখানে দোকন ও শেডঘর রয়েছে।
গত শুক্রবার জেলা পরিষদের লোকজন ও ইজারাদারগণ তাদের দোকান এবং শেডঘর মেরামত করতে গেলে স্থানীয় রাসেল, সোহেল, নুরুল ইসলাম, সবুজ, রুবেল, নাছির, স্বপন নাথ ও সাদনানসহ ৩০/৪০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জেলা পরিষদের লোকজন এবং ইজারাদারদের উপর হামলা ও মারধর করে। এসময় তারা দোকানঘর ও জেলা পরিষদের শেডঘর ভাংচুর করে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় এজহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলা পরিষদ সেবামূলক প্রতিষ্ঠান। একটি স্বার্থান্বেষী মহল এর সুনাম ক্ষুন্ন করতে উদ্দোশ্য প্রণোধিত ভাবে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।