লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ৬৩ কোটি ২ লাখ ৬০ হাজার ৪৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পৌরভবনে আয়োজিত আলোচনা সভায় মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এ বাজেট ঘোষণা করেন।
তিনি জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের ৬৩ কোটি ২ লাখ ৬০ হাজার ৪৩৬ টাকার বাজেটের মধ্যে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ টাকা। এরমধ্যে ৬৬ লাখ ৬০ হাজার ৪৩৬ টাকা উদ্ধৃত বাজেট ধরা হয়েছে। বাজটে রাজস্ব আয় ধরা হয়েছে ১২ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা, উন্নয়ন সহায়তা প্রাপ্তি আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৮১৫ টাকা।
রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) আব্দুল্লাহ মুহাম্মদ শেখ , উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সরকারী কলেজের অধ্যক্ষ আমানত হোসেন দিদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, ব্যাবসায়ী সমিতির সহ সভাপতি হুমায়ন কবির ভাট,পৌর সচিব মোঃ আবদুল কাদের প্রমুখ।