শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে
সাবেক রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও রামগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ কামরুল হাসান মাছুম (বিএসসির) উদ্যোগে সোমবার (২৭ জুন) পৌরসভার আউগানখীল সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করেন।
আউগানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদা ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা আরজু মোল্লা, বিল্লাল হোসেন বিলু, সঞ্জয় মজুমদার,পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ফিরোজ আলম, মানিক হোসেন, সারোয়ার হোসেন, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা বাদল হোসেন, ছাত্রলীগ নেতা রাছেল বাবু, রায়হান প্রমখ।
কামরুল হাসান মাছুম (বিএসসি) বলেনঃ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও জীবন জীবিকার জন্য বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে আমরা যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছি।