সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও জনতার উচ্ছ্বাসে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে। ২৫ জুন শনিবার বেলা ১১ টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধন করেন। এদিকে শনিবার সকাল ৯ টা থেকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনে সাজানো হয় স্টেডিয়াম মাঠ। এ মাঠ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরবাসী উপভোগ করেন স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন অনুষ্ঠান।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের নিমন্ত্রণে এ ‘পদ্মা সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর ই আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক, মেহের নিগার, জাতীয় গোয়েন্দা সংস্থা লক্ষ্মীপুরের উপ পরিচালক বশির উদ্দিন, সদর উপজেলার পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহিম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, জাকির হোসেন আজাদ ভুঁইয়াসহ সমাজের সকল স্তরের সাধারণ মানুষ।