মিজানুর শামীমঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন এলাকা থেকে সোমবার রাত আটটার দিকে ৫৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ ছলিম উল্যাহ পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রাম নারায়নপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ রুহিতখালী এলাকার আমির উদ্দিন বেপারী বাড়ীর মৃত ছিদ্দিক উল্যাহ’র পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো’র নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গনে শ্যামপুর এলাকায় ২৪ জানুয়ারি রাত আটটার দিকে অভিযান চালায়। এসময় ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ছলিম উল্যাহ ওরফে সেলিম (৩৮) কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ নুরুল ইসলাম সোমবার রাত সাড়ে দশটায় মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিজ্ঞ আদালতে বিচারাধীন ৩ মামলার আসামি মোঃ ছলিম উল্যাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাহার শরীর তল্লাশি করিয়া প্যান্টের ডান দিকের নীল রঙের পলিথিনের প্যাকেটে রাখা ৫৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। তিনি আরও জানান, উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমি বাদী হইয়া চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করি, গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম মামলাটি তদন্ত করিয়া আরো তথ্য উদঘাটন করার চেষ্টা করিবেন।