News Headline :
লক্ষ্মীপুর-২ আসন‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’ লক্ষ্মীপুর-২ নির্বাচনী কাজে সরকারি ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের জরিমানা   লক্ষ্মীপুর-৩ আসন ঋণ খেলাপির অভিযোগে সজিব গ্রুপের চেয়ারম্যান হাসেমের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপএ বাতিল রামগঞ্জের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর-১ আসন  স্বতন্ত্র এমপি প্রার্থী পবনকে হত্যার হুমকি পৌর কাউন্সিলরের  চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পক্ষপাতমূলক আচরনের অভিযোগ ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ২ রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন
লক্ষ্মীপুরে নৌকার মনোনীত মেয়র প্রার্থী মাসুম ভুঁইয়াকে দলীয় সংর্বধনা

লক্ষ্মীপুরে নৌকার মনোনীত মেয়র প্রার্থী মাসুম ভুঁইয়াকে দলীয় সংর্বধনা

লক্ষ্মীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী দলীয় প্রার্থীকে দলের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। ২৫ অক্টোবর সোমবার বিকেলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী শহরের উত্তর তেমহুনীতে সদ্য নৌকার মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।

এসময় নিজ বক্তব্যে মাসুম ভুঁইয়া বলেন, দলীয় নেত্রীর দেয়া নৌকা প্রতিকের সম্মান লক্ষ্মীপুর পৌরবাসীর সেবা করার মাধ্যমে রক্ষা করবো। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ যেভাবে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে মেয়র নির্বাচিত হলে লক্ষ্মীপুর পৌরবাসীর জন্য একইভাবে উন্নয়ন করার চেষ্টা অব্যাহত রাখবো। সকলের পরামর্শ নিয়ে লক্ষ্মীপুর পৌরবাসীকে একটি মডেল পৌরসভা উপহার দেয়াই আমার লক্ষ্য।

পৌর আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাররের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সভাপতি গোলাম ফারুক পিংকু। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রুনালের বিশেষ পিপি আবুল বাশার, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহামুদ মান্না, জেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগসহ দলের নানান অংগ সংগঠনের হাজারো নেতাকর্মী।


এদিকে বিকেল তিনটা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য কাউন্সিল প্রার্থীগনের শত শত সমর্থক নিয়ে লক্ষ্মীপুর শহরের ব্যস্ততম উত্তর তেমহুনী এলাকায় জমায়েত হতে থাকে। এসময় সংবর্ধনা সভায় আসা সম্ভাব্য কাউন্সিল প্রার্থীদের শোডাউনের মিছিলের কারনে প্রায় পুরো শহরে জ্যাম লেগে যায় বলে জানা গেছে। এতে করে প্রায় তিন ঘন্টার মত শহরের বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে যায়।


জানা গেছে, গত ২১ অক্টোবর বৃহস্পতিবার রাতে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় পৌর মেয়র পদে প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেয়া হয়। পরদিন শুক্রবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। পরে ২৩ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত কাগজ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে দলীয় মনোনিত প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াকে দেয়া হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে বর্তমানে প্রথম শ্রেনির এ পৌরসভায় আগামী ২৮ নভেম্বর মেয়র ও কাউন্সিল পদে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আসছে ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd