Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৬.৯৬°সে
শিরোনাম:
লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেলো লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লক্ষ্মীপুরে যৌথভাবে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোসলেহ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানার তহিদুল ইসলাম লক্ষ্মীপুরে গৃহহীন- ভূমিহীনদের মাঝে ১০০ ঘর বরাদ্দ চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ চিকিৎসক স্বামীর বিরুদ্ধে কৃষক হত্যায় তিন আসামির যাবজ্জীবন, ৫ জন খালাস লক্ষ্মীপুরে ভুয়া ওয়ারেন্টে চারদিন কারাভোগ, দায় কার? লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা এম এ তাহেরের মৃত্যুতে নাগরিক শোকসভা গাড়ি ছিনতাইকারী ৪ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ

মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ

Mother of humanity খ্যাত জননেএী শেখ হাসিনা covid 19 টিকার মেধাসত্ত্ব উন্মক্ত করার জন্য জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত প্রস্তাব গৃহীত হলে আফ্রিকাসহ অনূন্যনত ও LDC ভুক্ত রাষ্ট্রগুলোর জনগণ করোণার ভায়াবহ থাবা থেকে বাঁচতে পারবে।

প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে একই বক্তব্য দিয়েছেন বিশ্বের স্বাস্থ্য সংস্থার DG মহোদয়। তারা উভয়ে বলেছেন সারা পৃথিবীতে মোট ছয়টি কোম্পানির হাতে সারা বিশ্বের মানুষ জিম্মী। তাই করোণার মেধাসত্ত্ব আইন বা পেটেন্ট উন্মুক্ত করে দিলে বাংলাদেশও করোণার টিকা উৎপাদন করতে পারবে এবং দেশের চাহিদা মিটিয়ে গরীব রাষ্ট্রগুলোকেও উপহার দিয়ে বিপুল জনগোষ্ঠীকে করোণার ভয়ালো থাবা থেকে বাঁচাতে পারবে।এবং বর্তমান বিশ্ব করোণা নিয়ে যে গভীর সংকটে নিপতিত তা অবশ্যই নিরসণ হবে।
কারণ বাংলাদেশ টিকা উৎপাদনের জন্য logistic support and skilled manpower আছে।কারণ বাংলাদেশের ড্রাগ বিশ্বের প্রায় ৬২ টি দেশে রপ্তানি করে।
শুধু বাংলাদেশের দরকার মেধাসত্ত্ব আইন উন্মুক্ত করা। পৃথিবীর ছোট্র দেশ কিউবা যদি নিজেরা করোণার টিকা উৎপাদন করে নিজেদের জনগণের চাহিদা মেটাতে পারে,তাহলে বাংলাদেশ কেন তা পারবে না। শুধু বাংলাদেশের দরকার করোণার টিকার ফরমুলা। তাহলে বাংলাদেশ তীর্থের কাকের মত ভারতে উৎপাদিত সিরাম ইন্সটিটিউটের দিকে তাকিয়ে থাকতে হবে না। এটা common sense এর ব্যাপার ভারত তার দেশের ১২০ কোটি নাগরিক কে করোণার টিকা না দিয়ে কখনো অন্য দেশে রপ্তানি করবে না। রপ্তানি করলেও আমাদের চাহিদার তুলনায় অতি নগণ্য মাএার টিকা আসবে। যে রকম আমারা চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উপহার স্বরুপ পেয়ে থাকি। আমাদের ১৭ কোটি জনগণ কে vaccination coverage এর আয়তায় আনতে হলে আমাদের অবশ্যই নিজ দেশে টিকা উৎপাদনের ব্যাবস্থা করতে হবে। ছোট্র দেশ কিউবা পারলে আমারা কেন পারবো না? ইরান যদি নিজ দেশে টিকা উৎপাদন করতে পারে,তাহলে আমারা কেন পারবো না। যদি আমাদের দেশকে ২০৪১ সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া সর্বোচ্চ মাথাপিছু দেশের মর্যাদায় পৌঁছতে হয়, তাহলে বাংলাদেশে নিজস্ব logistic support and skilled manpower কে অবশ্যই কাজে লাগাতে হবে। অন্যথায় আমাদের কে এর চরম মূল্য দিতে হবে বলে সকলে দৃঢ় বিশ্বাস করে।
জাতির জনকের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনাকে জাতিসংঘের একটি ফোরামে তুলে ধরার জন্য আবারো আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার লেখা আজকের মত ইতি টানলাম।
আল্লাহ হাফেজ।

আজিজুর রহমান আযম
সাংবাদিক ও কলামিস্ট
লক্ষীপর প্রেসক্লাব, সদর লক্ষীপুর
Email:azam.rahman69@gmail.com

শেয়ার করুন:

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কভিড-১৯ এর কারণে বাংলাদেশের সবচেয়ে সংকটের কবলে শিক্ষাখাত
শিক্ষকরা অন্য কোনো পেশা না পেয়ে ঘটনা চক্রে শিক্ষকতা পেশায় এসেছে
ফিরে আসুক দেশি মাছের প্রাচুর্য
অনন্যার গানের মডেল হলেন তমা মনি
ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা
আবারও টম অ্যান্ড জেরি নিশো-মেহজাবীন

আরও খবর

সম্পাদক প্রকাশক: এ.কে.এম. মিজানুর রহমান মুকুল