কভিড-১৯ এর কারণে গত ১৮ মার্চ ২০১৯ থেকে দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় UNESCO এর মতে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ১ নাম্বার স্থান অর্জন করে রেকর্ড করেছে।এখানে উল্লেখ্য যে চারদলীয় বি.এন.পি জোট সরকারের ২০০১…২০০৫ সাল পর্যন্ত পর পর বাংলাদেশ দুর্নীতিতে ১ নাম্বার স্থান অর্জন করেছে।
এবার শিক্ষা প্রতিষ্ঠানের কথা তুলে ধরছি:
দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিশেষ করে টিনেজার স্কুল মাদ্রাসা মফস্বল,হাওর-বাওর,উপকূলীয় চরাঞ্চল,দূর্গম পাহাড়ি এলাকা ও মঙ্গাকবলিত উত্তরবঙ্গ সহ অনেক স্কুল,কলেজ,এমপিও ভুক্ত মাদরাসা, কারিগরি স্কুল ও কলেজের বিপুল পরিমাণ শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। বিশেষ করে টিনেজার স্কুল মাদ্রাসা ও কলেজের মেয়ের শিক্ষার্থীরা অনেকেই বাল্যবিবাহ শিকার হয়ে বিয়ের পিঁড়িতে বসেছে। অনেক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা পোশাক কারখানার কাজে যুক্ত হয়েছে। অনেক শিক্ষার্থী তাদের বাবা-মায়ের সাথে গৃহস্থালি কাজ জড়িয়ে পড়েছে। বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে এ রকম খবর ফলাও করে প্রচার হয়েছে।
Md.Azizur Rahman Azam, guardian, Lakshmipur Sadar, Lakshmipur. Email :azam.rahman69@gmail.com