লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হত্যা মামলার পলাতক আসামী মোঃ হাফিজুর রহমান ওরফে হাফেজ্জাকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে ।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইপুর গ্রামের নতুন মোল্লা বাড়ি থেকে দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করে।
হাফিজুর রহমান ওই এলাকার অলি উল্যার পুত্র। তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, হাফিজুর একটি হত্যা মামলার আসামী। তাকে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির অঙ্গিনায় থাকা বালুর স্তুপ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
হাফিজুর বশিকপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হত্যা ও মাদক দ্রব্যসহ বেশ কয়েকটি মামলার আসামী।