News Headline :
লক্ষ্মীপুর-২ আসন‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’ লক্ষ্মীপুর-২ নির্বাচনী কাজে সরকারি ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের জরিমানা   লক্ষ্মীপুর-৩ আসন ঋণ খেলাপির অভিযোগে সজিব গ্রুপের চেয়ারম্যান হাসেমের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপএ বাতিল রামগঞ্জের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর-১ আসন  স্বতন্ত্র এমপি প্রার্থী পবনকে হত্যার হুমকি পৌর কাউন্সিলরের  চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পক্ষপাতমূলক আচরনের অভিযোগ ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ২ রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন
লক্ষ্মীপুরে সাংসদ নয়নের মাতার নামাজের জানাযায় হাজারো মানুষের ঢল

লক্ষ্মীপুরে সাংসদ নয়নের মাতার নামাজের জানাযায় হাজারো মানুষের ঢল

লক্ষ্মীপুর (রায়পুর- সদর আংশিক) দুই আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের মাতা মনোয়ারা বেগম (৭৬) এর নামাজের জানাযা হাজারো মানুষের উপস্হিতে অনুষ্টিত হয়। ২৬ আগস্ট বৃহস্পতিবার বেলা দুইটায় সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চরমন্ডলস্হ আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ষ্ট্রোক জনিত কারনে বুধবার গভীর রাতে তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে, ইন্নালিল্লাহে ——–রাজেউন। তিনি পাঁচ পুত্র ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণাগ্রাহী ও শুভানাধ্যায়ী রেখে গেছেন।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের সদস্যসহ নানান শ্রেণি-পেশার অসংখ্য মানুষ দোয়া ও মুনাজাতে অংশ নেন। মুনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুরের টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হারুন আল মাদানি। জানাযার নামাজে উপস্হিত ছিলেন, মরহুমার পুত্র লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জসীম উদ্দিন, রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল,
কেন্দ্রীয় যুবলীগের উপ-বন বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী,রায়পুর পৌর আওয়ামীলীগ আহবায়ক কাজী বাক্কিবিল্লাহ, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন চেয়ারম্যান মীর শাহআলম, চর রমনীমোহন চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল, উত্তর হামছাদী চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও লামচর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ উল্যাহ জিসান, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য ও চন্ডীপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবুল কাশেম, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কবির পাটওয়ারী, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মামুনুর রশিদ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার,রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ইসমাইল খোকন, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল, দালালবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরিফসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মী ও মরহুমার আত্মীয়স্বজন ও বিপুল সংখ্যক এলাকাবাসী।

এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের মাতার মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক ও দুংখ প্রকাশ করেন। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ২৬ আগস্ট বিকেলে তিনি জানান, মরহুমা মনোয়ারা বেগমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানাধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
এছাড়া লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানও মরহমার মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানান, মনোয়ারা বেগমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd