লক্ষ্মীপুরে জাতিরজনক বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে মিনি স্টেডিয়াম ও আইটি টেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তিন একর জমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং পাঁচ একর জমিতে শেখ কামাল আইটি টেনিং ও ইনকিউবেশন নির্মাণের লক্ষ্যে জমি বাছাইের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি পয়েন্টে ঘুরে দেখা হয়।
এসব নতুন স্হাপনা নির্মাণ করার জন্য ২৮ জুলাই বুধবার দুপুরে শহরের আশেপাশে সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন এলাকায় জমি দেখতে যান জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশীদ সহ প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ মুঠোফোনে দৈনিক বাংলার মুকুলকে বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও শেখ কামাল আইটি টেনিং ও ইনকিউবেশন নির্মাণের লক্ষ্যে জমি এ্যাকুয়ার করার জন্য বুধবার তিনটি পয়েন্ট ঘুরে দেখা হয়েছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে বলে তিনি জানান।