News Headline :
লক্ষ্মীপুর-২ আসন‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’ লক্ষ্মীপুর-২ নির্বাচনী কাজে সরকারি ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের জরিমানা   লক্ষ্মীপুর-৩ আসন ঋণ খেলাপির অভিযোগে সজিব গ্রুপের চেয়ারম্যান হাসেমের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপএ বাতিল রামগঞ্জের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর-১ আসন  স্বতন্ত্র এমপি প্রার্থী পবনকে হত্যার হুমকি পৌর কাউন্সিলরের  চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পক্ষপাতমূলক আচরনের অভিযোগ ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ২ রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেপ্তার

সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের কয়েকটি ইউনিটে ৪ জুলাই রবিবার বিশেষ অভিযান চালিয়ে চার মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃত হলেন, ১-চন্দ্রগঞ্জ থানার রমারখিল এলাকার নুর মোহাম্মদের পুত্র সিআর ৩৫৫/২০ নং মামলার আসামী মোশারফ হোসেন, ২- চন্দ্রগঞ্জ থানার ঝাউডগী এলাকার আব্দুর জাহেরের পুত্র সিআর ৫১/২১ নং মামলার আসামী মোঃ হেলাল, ৩- চন্দ্রগঞ্জ থানার ঝাউডগী এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র সিআর ৫১/২১ নং মামলার আসামী মোঃ আব্দুল জাহের, ৪- চন্দ্রগঞ্জ থানার ঝাউডগী এলাকার আব্দুর জাহেরের পুত্র সিআর ৫১/২১ নং মামলার আসামী আহম্মদ, ৫- চন্দ্রগঞ্জ থানার কাঠালী এলাকার খোরশেদ আলমের পুত্র সিআর ২৬১/১৯ নং মামলার আমামী মোরশেদ আলম, ৬- চন্দ্রগঞ্জ থানার পূর্ব আলাদাদপুর এলাকার মৃত নুর রহমানের পুত্র ৩২/২১ নং ননএফআই আর এর আসামী জিয়াউর রহমান, ৭- চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকার এসকান্দার মিয়ার পু্ত্র ৩২/২১ নং ননএফআই আর আসামী মাহবুবুর রহমান, ৮- চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকার অজি উল্যাহ’র পুত্র ৩২/২১ নং ননএফআই আর আসামী মোঃ মোহন, ৯- চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ জয়পুর এলাকার ইসমাইল হোসেনের পুত্র ৩২/২১ নং ননএফআই আর আসামী দেলোয়ার হোসেন, ১০- চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকার তাজুল ইসলামের পুত্র ইমরান।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে ও অফিসার ইনচার্জ এ কে ফজলুল হকের নেতৃত্বে উপ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, উপ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা, সহকারী উপ পরিদর্শক মোঃ ইলিয়াছ কয়েকটি ইউনিটে ৪ জুলাই রবিবার থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি সিআর ও একটি জুয়া আইনের মামলায় মোট দশ (১০) জনকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd