Header Border

ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৬°সে
শিরোনাম:
লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেলো লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত লক্ষ্মীপুরে যৌথভাবে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোসলেহ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানার তহিদুল ইসলাম লক্ষ্মীপুরে গৃহহীন- ভূমিহীনদের মাঝে ১০০ ঘর বরাদ্দ চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ চিকিৎসক স্বামীর বিরুদ্ধে কৃষক হত্যায় তিন আসামির যাবজ্জীবন, ৫ জন খালাস লক্ষ্মীপুরে ভুয়া ওয়ারেন্টে চারদিন কারাভোগ, দায় কার? লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা এম এ তাহেরের মৃত্যুতে নাগরিক শোকসভা গাড়ি ছিনতাইকারী ৪ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ

লক্ষ্মীপুরে থানা ওসিদের সাথে পুলিশ সুপারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের সাথে সকল থানা অফিসার ইনচার্জদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে জেলার সকল (৬টি) থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ থানার পক্ষ থেকে এ চুক্তিপত্রে সাক্ষর করেন।

পুলিশ সুত্র জানায়, ৩ জুন বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশ সুপারের সাথে সকল থানা অফিসার ইনচার্জ (ওসি) দের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual performance of agreement) সাক্ষরের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে নিজ নিজ থানার অফিসার ইনচার্জরা তাদের বাৎসরিক কার্যক্রম তুলে ধরে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সাথে চুক্তিপত্রে সাক্ষর করেন।
এসময় চুক্তিতে সাক্ষর করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ ‍সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।
চুক্তি সাক্ষরের বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন দৈনিক বাংলার মুকুলকে বলেন, ওসি হিসেবে আমার থানার সার্বিক কর্মপরিকল্পনাগুলো আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে লিখিতভাবে চুক্তিবদ্ধ হলাম।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জসীম উদ্দীন মুঠোফোনে বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে জেলা পুলিশ সুপারের মহোদয়ের সাথে চুক্তি হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান মুঠোফোনে দৈনিক বাংলার মুকুলকে বলেন, সারাবছর আমরা কি কাজ করবো সেটার একটা বার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করি। এর ভিতরে পুলিশি কার্যাক্রমে যে বিষয়গুলো আছে, যেমন ডিপার্টমেন্টের সার্ভিস, মামলা, তদন্তসহ সার্বিক ব্যাপারে আমার (এসপি) সাথে চুক্তি হয়েছে থানার অফিসার ইনচার্জদের, পুলিশ সুপারদের সাথে চুক্তি হবে রেঞ্জ ডিআইজি মহোদয়ের, রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে চুক্তি হবে আইজি মহোদয় স্যারের সাথে। তিনি আরো বলেন, এ চুক্তি আজকের (৩ জুন) তারিখ থেকে আগামী এক বছরের জন্য। ২০১৪ সন থেকে পুলিশ ডিপার্টমেন্টে Annual performance of agreement সাক্ষর প্রচলন শুরু হয়।

শেয়ার করুন:

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
লক্ষ্মীপুরে ভুয়া ওয়ারেন্টে চারদিন কারাভোগ, দায় কার?
রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
রায়পুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কানের দুলের জন্য শিশুকে হত্যা, আসামির আমৃত্যু কারাদণ্ড

আরও খবর

সম্পাদক প্রকাশক: এ.কে.এম. মিজানুর রহমান মুকুল