News Headline :
লক্ষ্মীপুর-২ আসন‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’ লক্ষ্মীপুর-২ নির্বাচনী কাজে সরকারি ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের জরিমানা   লক্ষ্মীপুর-৩ আসন ঋণ খেলাপির অভিযোগে সজিব গ্রুপের চেয়ারম্যান হাসেমের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপএ বাতিল রামগঞ্জের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর-১ আসন  স্বতন্ত্র এমপি প্রার্থী পবনকে হত্যার হুমকি পৌর কাউন্সিলরের  চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পক্ষপাতমূলক আচরনের অভিযোগ ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ২ রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন
করোনায় ২৪ ঘন্টায় সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৭৭ জনের প্রাণহানি

করোনায় ২৪ ঘন্টায় সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৭৭ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে, করোনাকালে দেশে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে। এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে। ১০ এপ্রিল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৬ হাজার ৭৭টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ৩ হাজার ৮৩৭ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০ শতাংশ। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগ ১০ এপ্রিল দুপুরে করোনার আপডেট জানায়ঃ

জেলায় সর্বমোট পজেটিভ- ২৫৪১, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৯, মোট নমুনা সংগ্রহ- ১৫৪৬০, মোট প্রাপ্ত রেজাল্ট- ১৫৩৫৯, পেন্ডিং- ১০১

পজেটিভ রোগীর তথ্যঃ

পজেটিভ কেইস বিভাজন: সদর- ১৬৫৫, রায়পুর- ১৮৫, রামগঞ্জ- ৩১৫, কমলনগর- ২৩৪, রামগতি- ১৫২। মোট ২৫৪১

ভর্তি আছ- ০৮(সদর)

হোম আইসোলেটেড চিকিৎসাধীন- ১৪২ জন (সদর- ৮৩, রায়পুর- ০১,  রামগঞ্জ- ৩৭, কমলনগর- ১০, রামগতি- ১১)

গত ২৪ ঘন্টায় সুস্থ্য- ০০

জেলায় সুস্থ- ২৩৪৭ জন (সদর- ১৫৩৯, রায়পুর- ১৮১, রামগঞ্জ- ২৬৫, কমলনগর- ২২৩, রামগতি- ১৩৯)

গত ২৪ ঘন্টায় মৃত্যু- ০০

জেলায় মোট মৃত- ৪৪ জন (সদর-২৫,  রায়পুর-৩, রামগঞ্জ- ১৩, কমলনগর-১, রামগতি-২)

জেলায় সর্বমোট ৭৮ জন করোনা উপসর্গ সহ মারা যান।

তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুর পর ২৯ জন করোনা সনাক্ত হয়েছে। অপর ১৫ জন সনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।)

সন্দেহভাজন রোগীদের  আইসোলেশনে ভর্তির তথ্য

আইসোলেশনে গত ২৪ ঘন্টায় ভর্তি – ০০, মোট আইসোলেশনে ভর্তি- মোট- ৮৯৩

গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র- ০০, আইসোলেশন থেকে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে- ৮৮৮, আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে- ০৫

কোয়রেন্টাইন তথ্যঃ

গত ২৪ ঘন্টায়  কোয়া‌রেন্টাইন- ২৭, এ পর্যন্ত মোট কোয়া‌রেন্টাইন- ৩২০২৯, গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন কমপ্লিট- ০৯, মোট কোয়ারান্টেইন কমপ্লিটেড – ৩১২২৪, বর্তমানে কোয়ারেন্টাইনে আছে – ৮০৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd