লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুরে স্বাধীনতা স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ চেয়ারম্যান শর্টপিচ মিনি ক্রিকেট টুর্নামেন্ট -২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।৪ মার্চ রোববার নন্দনপুর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল বলেন, নন্দনপুর মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান করছি।
স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্হানীয় দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন মিশু, দক্ষিন হামছাদী ইউনিয়ন যুবলীগ আহবায়ক নিজাম উদ্দিন রনি,
স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলমের পরিচালনা আরো উপস্থিত ছিলেন দক্ষিণ হামছাদী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল করিম চৌধুরী দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, সাধারন সম্পাদক শেখ মুরাদ, রায়পুর পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ফরহাদ হোসেন পাবেল, যুবলীগ নেতা আবু হাসনাত রুবেল, নন্দনপুর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক ফয়সাল কবির, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ- ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাকিব।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।