News Headline :
লক্ষ্মীপুর-২ আসন‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’ লক্ষ্মীপুর-২ নির্বাচনী কাজে সরকারি ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের জরিমানা   লক্ষ্মীপুর-৩ আসন ঋণ খেলাপির অভিযোগে সজিব গ্রুপের চেয়ারম্যান হাসেমের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপএ বাতিল রামগঞ্জের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর-১ আসন  স্বতন্ত্র এমপি প্রার্থী পবনকে হত্যার হুমকি পৌর কাউন্সিলরের  চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পক্ষপাতমূলক আচরনের অভিযোগ ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ২ রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন
রায়পুরে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রায়পুরে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের মাটি কাটা নিয়ে সোমবার সকালে দুই বাড়ির লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি উপজোলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কুচিয়ামারা গ্রামে মাঝি ও বেপারি বাড়ির লোকজনের মধ্যে ঘটে। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্হানে চিকিৎসা নিচ্ছেন।

সূত্রে জানা য়ায়, ২৩ মার্চ সোমবার সকালে চরবংশী কুচিয়ামারা গ্রামে বেপারি বাড়ির আশরাফ বেপারি নিজ পুকুরে মাটি কাটার কাজ করছেন খবর পেয়ে মাঝি বাড়ির সত্তর মাঝি পুকুরের মালিকানা দাবী করে আশরাফ বেপারিকে মাটিকাটায় বাঁধা দেয়ায় উভয় পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। এতে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে অন্তত ১৫জন গুরুতর আহত হয়েছে। এসময় আশরাফ বেপারির বসতঘরে ভাংচুর চালানো হয়।
সংঘর্ষে আহতরা হলেন, আশরাফ বেপারি (৬০) মান্নান, ছালেহ আহম্মদ, মাইনউদ্দিন, ময়না বেগম, রহিমা বেগম, সত্তর মাঝি, আজিজুর নাহার,আরিফ মাঝি, ইছমাইল, সাইফুল, রিপন, সাহেনুর বেগমসহ ১৫।
দুপক্ষ থেকে এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে গ্রাম আদালেতের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, মারামারির ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd