News Headline :
লক্ষ্মীপুর-২ আসন‘ঈগলের এজেন্ট হলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি নৌকার কর্মীদের’ লক্ষ্মীপুর-২ নির্বাচনী কাজে সরকারি ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স ব্যবহার করায় ইউপি চেয়ারম্যানের জরিমানা   লক্ষ্মীপুর-৩ আসন ঋণ খেলাপির অভিযোগে সজিব গ্রুপের চেয়ারম্যান হাসেমের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপএ বাতিল রামগঞ্জের চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত করলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর-১ আসন  স্বতন্ত্র এমপি প্রার্থী পবনকে হত্যার হুমকি পৌর কাউন্সিলরের  চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পক্ষপাতমূলক আচরনের অভিযোগ ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ আটক ২ রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন
লক্ষ্মীপুর আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি শাহাদাত, সম্পাদক সবুজ

লক্ষ্মীপুর আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি শাহাদাত, সম্পাদক সবুজ

লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির (২০২১-২০২২)-এর বাৎষরিক নির্বাচনে সভাপতি পদে জামায়াতের শাহাদাত হোসেন ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের মোসাদ্দেক হোসেন সবুজ ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০ টায় সমিতির নিজস্ব কার্যালয়ের হলরুমে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষনা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে ৪টা পর্যন্ত টানা ভোট চলে। সমিতির ২৯৩ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা যায়, সভাপতি পদে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জি এম এইচ আব্দুর নুর পেয়েছেন ১২০ ভোট, সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান আল মাহমুদ পেয়েছেন ৭৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে আওয়ামী লীগের আবুল খায়ের ও অলি উল্যাহ, যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগের মাহবুবুল করিম টিপু ও বিএনপির শাহাদাত হোসেন বাবলু, পাঠাগার সম্পাদক পদে বিএনপির নজরুল ইসলাম মহসিন, সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র অনিম যোবায়ের, সদস্য পদে বিএনপির কামরুল ইসলাম মানিক ও আব্দুর রহিম রাজু, আওয়ামী লীগের ফজলে এলাহী ও আফরোজা ববি, জামায়াতের শামছুল ইসলাম নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ। সহকারি হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট কৃষ্ণ দুলাল দাস ও বেলাল উদ্দিন। নির্বাচনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ১৩টি পদের মধ্যে ১২টিতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd