লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ি নামক স্হানে ২১ জানুয়ারি বিকেল ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাদশা মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত বাদশা মিয়ার মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের শিক্ষাগ্রামের মৃত সৈয়দ আহম্মদের পুত্র। আহতরা হলেন একই এলাকার বেলাল হোসেন, সা’আদ, শাহাদাত হোসেন, জুয়েল, আজাদ ও বাসার।
স্থানীয়রা জানায়, রামগতির আলেকজান্ডার থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা লক্ষ্মীপুরের দিকে যাত্রী নিয়ে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই পিকআপ (ট্রাক) সিএনজি চালিত অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সা যাত্রী বাদশা মিয়া মারা যায়।
এতে ওই সিএনজি অটোরিক্সায় থাকা আরও ৫ জন এবং ঘাতক ট্রাকের চালকও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলেই ট্রাক এবং সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক একেএম আজিজুর রহমান মিয়া একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।