লক্ষ্মীপুরে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল পরিত্যক্ত অবস্হায় উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ৫ জানুয়ারী মঙ্গলবার সদর উপজেলার দালালবাজার খোয়া সাগর দিঘীরপাড় বেলতলী নামক স্থান হইতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন স্হানীয় দালাল বাজার পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।
পুলিশ সুত্র জানায়, গত ২৯ ডিসেম্বর রাত নয়টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত নুরুজ্জামান মিঞার পুত্র আবু নোমান (২৮) এর ব্যবহৃত SUZUKI GIXXER 155 CC মোটর সাইকেল চুরি হয়। মোটর সাইকেল চুরির বিষয়ে সদর থানায় একখানা অভিযোগ দায়ের করেন ঐ ভুক্তভোগী। যাহা লক্ষ্মীপুর মডেল থানার এসডিআর নং ৪১৩২, তারিখ-২৯ ডিসেম্বর বিশবিশ। পরবর্তীতে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আজিজুর রহমান মিঞার নির্দেশনায় দালাল বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক পুলেন বড়ুয়া ও এএসআই সন্তোষ কান্তি মল্লিক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে চোরাই যাওয়া মোটর সাইকেলটি ৫ জানুয়ারী সদর থানার দালালবাজার খোয়া সাগর দিঘীর পাড় বেলতলী নামক স্থান হইতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মটর সাইকেলটিকে প্রকৃত মালিক আবু নোমানের নিকট হস্তান্তর করা হয় বলে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পুলেন বড়ুয়া।