রামগঞ্জ এমইউ (মধুপুর ইউনিয়ন) সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা শনিবার ক্রিকেট ও ফুটবল ম্যাচ, আড্ডা, স্মৃতি রোমন্থনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন সাবেক শিক্ষার্থীরা।
দুপুরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী, শান্তি ভূষণ চক্রবর্তী ও আবদুল আজিজকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন আয়োজকদের পক্ষ থেকে।
বিদ্যালয়ের সাবেক শিক্ষকেরা তাদের বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
২০০০ সালের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থীর পদচারণা ও আনন্দমুখর পরিবেশে বিদ্যালয় আঙিনা ভিন্ন রকম পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষকেরা।
এছাড়াও বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী মৃত্যুবরণ করায় তাদের জন্য শোকপ্রস্তাব ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন সোহেল রানা, কামাল হোসেন, তারিকুজ্জামান মহিন, সোহেল পাটোয়ারী, মো. জাহিদ হোসেন, অ্যাডভোকেট রায়হান ইসলাম, অ্যাডভোকেট ইবনে ওয়ালিদ সুমন, ডাক্তার আরিফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০০০ইং ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম।