করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরে লিফলেট ও মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বাজার মেইন রোড, উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, উপজেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এক হাজার লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, স্বাধীন বাংলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি রিয়াদ হোসেন, সহ সভাপতি নুর আলম মিঠু, হিমু হানিফ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মিশু, সাংগঠনিক সম্পাদক মেরাজ চৌধুরী, অর্থ সম্পাদক ফয়সাল হাসান প্রমুখ।