আওয়ামীলীগের সহযোগী সংগঠন মৎস্যজীবি লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ২৯ নভেম্বর মৎস্যজীবি লীগকে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রবিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর জেলা ও উপজেলা মৎস্যজীবি লীগ। বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয।
সন্ধ্যায় সেখানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। সদর উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক ও ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সাইফুল হাসান রনির সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও চর রুহিতা ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পাটওয়ারী, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. রেজাউল হক মাঝি, সাধারণ সম্পাদক মোস্তফা বেপারী, সদর উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক ও চর রমনী মোহন ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ ছৈয়াল, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু প্রমুখ। এতে জেলা এবং উপজেলা মৎস্যজীবি লীগের নেতাকর্মীরা এবং জেলে কার্ডধারী মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। এ সময় মৎস্যজীবিদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন প্রদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।